নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫০

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৭

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫০

নিউ সিলেট ডেস্ক : বিরূপ আবহাওয়া ও লাগাতার প্রবল বৃষ্টির ফলে এবার নেপালেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের পর দক্ষিণ এশিয়ার এ দেশটিতেও বন্যা ও ভূমিধসের ফলে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই প্রায় ৫০ জনের নিহতের সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।
এদিকে দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিতওয়ানে বন্যা পরিস্থিতির মুখে পড়ে আটকে পড়েছে কমপক্ষে ৬০০ জন পর্যটক। যাদের মধ্যে ২০০ জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
জানা যায়, গত তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে ২১টি জেলায় বন্যা দেখা দিয়েছে। সেইসাথে পাহাড়ি এলাকায় বড় ধরণের ভূমিধস হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দীপক কাফলে জানান, বন্যার কারণে বহু পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার পানি প্রবেশ করায় বিরাটনগর বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে।
উল্লেখ, গত দুই মাস ধরে মৌসুমী আবহাওয়ার বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। হিমালয় অববাহিকার চীন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিশাল অঞ্চলজুড়ে এখনো বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে চীন সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মৃতের সংখ্যা হাজারও ছাড়িয়ে গেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসpb/ns/-



This post has been seen 228 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮