সৌদি আরবে ৩১ হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

সৌদি আরবে ৩১ হজযাত্রীর মৃত্যু

নিউ সিলেট ডেস্ক : সৌদি আরবে কমপক্ষে ৩১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে গত রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ সে সম্পর্কে কিছু বলেনি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মারা যাওয়া সকল হজযাত্রী বিদেশি নাগরিক। প্রতিবছর মক্কাতে অনুষ্ঠিত ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করতে পুরো বিশ্ব থেকে প্রায় ২ থেকে ৪ মিলিয়ন মুসলমান সৌদি আরব সফর করেন।
সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, ইতিমধ্যে ৬ লাখ ২০ হাজার হজযাত্রী সমবেত হয়েছেন মক্কায়। ২০১৫ সালে পদপিষ্টের ঘটনায় ২,২৯৭ জন হজযাত্রী মারা গিয়েছেন, এরপর গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত কঠোর পদক্ষেপ নিয়েছে। এই বছর জুলাই মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সতর্কবার্তা জারি করে যে, ইয়েমেনের মহামারী কলেরার ঝুঁকিতে আছে এবারের হজযাত্রীরা। সূত্র: দ্য নিউ আরবpb/ns/-



This post has been seen 242 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮