স্পেনে সন্ত্রাসী হামলায় ট্রাম্পের নিন্দা

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

স্পেনে সন্ত্রাসী হামলায় ট্রাম্পের নিন্দা

নিউ সিলেট ডেস্ক :  স্প্যানিশ শহর বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন বিকেলে পর্যটন এলাকা লাস রামব্লাসে জনতার ভিড়ে এক গাড়ী হামলায় ১৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে এবং এ ঘটনায় সাহায্যের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে।
তিনি বার্সেলোনাবাসীকে বলেন, আপনারা অদম্য ও শক্তিশালী হোন। আমরা আপনাদের ভালবাসি। গত এক বছরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বার্সেলোনার প্রতি সহানুভূতি প্রকাশ করে এক টুইটার বার্তায় বলেন, বার্সেলোনার সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সংহতি। ঘটনার পরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো র‍্যাজয় জানান, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং এ মুহুর্তে আহতদের পাশে দাঁড়ানোকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।
এ দিকে পুলিশ জানিয়েছে, তারা শহরের মধ্যখান থেকে আক্রমণের সাথে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, কিন্তু এ হামলায় তার ভূমিকা কি ছিল সেটা এখনো চিহ্নিত করা যায়নি। তারা আরও জানায়, পুলিশ এখনো ভ্যানচালককে খুঁজছে, যিনি হামলার পর পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা যায়, এক মরক্কো নাগরিক ভ্যানটি ভাড়া করে তবে তিনি ঘটনার সাথে জড়িত কিনা তারা নিশ্চিত নয়।
সূত্র: বিবিসি, রয়টার্স



This post has been seen 350 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮