সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : স্পেনের বার্সেলোনা শহরের ঐতিহাসিক পর্যটন এলাকা লাস ল্যামব্লাসে ভিড়ের মধ্যে ভ্যান উঠিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার নিজেদের বার্তা সংস্থা আমাকে এক বিবৃতির মাধ্যমে এই দায় স্বীকার করে তারা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জনতার ওপর সাদা ভ্যান তুলে দিলে অন্তত ১৩ জন নিহত ও শতাধিক আহত হন। বার্সেলোনার পুলিশ আগেই এটিকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে উল্লেখ করেছিল। ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ তাকে খুঁজছে।
ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। পুরো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিবৃতিতে আইএস দাবি করে, ‘বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসের যোদ্ধা। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযানে স্পেন যোগ দেওয়ার বদলা হিসেবে এ হামলা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত বছর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেনসহ ইউরোপের কয়েকটি স্থানে একই ধরনের হামলার দায়ও স্বীকার করেছিল আইএস। ২০০৪ সালে মাদ্রিদে রেল স্টেশনে হামলার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় ধরনের হামলা। ওই হামলায় ১৯২ জন নিহত এবং ২ হাজার মানুষ আহত হয়েছিলেন।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি