মাঝরাতে কেঁপে উঠল দার্জিলিং

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

মাঝরাতে কেঁপে উঠল দার্জিলিং

নিউ সিলেট ডেস্ক : মাঝরাতে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের দার্জিলিং শহর। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা নাগাদ শহরের সুপার মার্কেট এলাকায় বিস্ফোরণ হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও এই বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি না গভীর রাত রাত পর্যন্ত তা নিশ্চিত ভাবে জানা যায়নি।। তবে বিস্ফোরণের তীব্রতায় গোটা শহর কেঁপে ওঠে।
পুলিশের প্রাথমিক অনুমান, পেট্রোল বোমা কিংবা অন্য কোনও শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। দার্জিলিংয়ের আইজি মনোজ বর্মা বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের মতে এটি গুরুতর ঘটনা। ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল পুলিশ। কারণ ঘটনাস্থলে প্রতিরাতেই একটি পুলিশ ভ্যান টহল দেয়। কিন্তু গতরাতে কোন কারণে ভ্যানটি যেতে বিলম্ব হয়।
স্থানীয়েরা জানান, রাতে বিকট শব্দে দার্জিলিং শহরের ক্লাবসাইড রোড, চকবাজার এলাকা কেঁপে ওঠে। ভয়ে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চলে যায়। তাতে আতঙ্ক বাড়ে আরও। মোর্চার কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, এই বিস্ফোরণের পিছনে কারা দায়ী পুলিশই তা খুঁজে বার করুক।dt/ns/-



This post has been seen 234 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮