আজ দিনে অন্ধকারে ঢেকে যাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

আজ দিনে অন্ধকারে ঢেকে যাবে যুক্তরাষ্ট্র

নিউ সিলেট ডেস্ক : আজ ভরদুপুরেই যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব উপকূলের সুবিস্তীর্ণ এলাকার পুরোটাই ঢেকে যাবে অন্ধকারে। সোমাবার (২১ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৌলতে ৯৯ বছর পর দিনদুপুরে নেমে আসবে রাতের ঘুটঘুটে অন্ধকার। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ওরেগন থেকে পূর্ব উপকূলের সাউথ ক্যারোলিনার শার্লেস্টন পর্যন্ত দেখা যাবে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর কানাডা, মধ্য ও যুক্তরাষ্ট্রের উত্তরাংশে দেখা যাবে সূর্যের খণ্ডগ্রাস। ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রে শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল । পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর একটা বিরাট অঞ্চল জুড়ে দেখা যাওয়ার ঘটনা খুব বিরল।
নাসা জানায়, সূর্যের খণ্ডগ্রাস শুরু হবে প্রশান্ত মহাসাগরের ওপর বাংলাদেশ সময় সোমবার রাত আটটা ৪৬ মিনিটে। আর তা শেষ হবে রাত ১২টা ২২ মিনিটে। পূর্ণগ্রাস সবচেয়ে বেশি ক্ষণ স্থায়ী হবে ইলিনয়ের কার্বনডেলে, দুই মিনিট ৪৪ সেকেন্ড। সকালে প্যাসিফিক উপকূলের ওরেগনের মানুষ প্রথম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। এরপর এটি আটলান্টিক উপকূলের সাউথ ক্যারোলিনার মানুষ দেখার সুযোগ পাবেন আরও ৯০ মিনিট পর। আকাশের অনেক উঁচুতে নাসা ছেড়েছে ৫০ টি বেলুন, যাতে ফিট করা আছে ভিডিও ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং করা হবে অনলাইনে। কোটি কোটি মানুষ এখন সেই সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছে। এটা নিশ্চিতভাবেই মানব ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের দেখা সূর্যগ্রহণ হতে যাচ্ছে, বলেন যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির জ্যোতির্বিজ্ঞানী রিক ফিয়েনবার্গ। সূর্যগ্রহণ দেখার জন্য যুক্তরাষ্ট্রের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ‘সোলার সেফ সানগ্লাস’।
সোমবার পৃথিবীর ওপর চাঁদের যে ছায়া পড়বে, তার সবচেয়ে ঘন অংশটির আয়তন হবে ৭০ মাইল চওড়া এবং আড়াই হাজার মাইল দীর্ঘ। যুক্তরাষ্ট্রের মোট ১৪টি অঙ্গরাজ্যেও ওপর পড়বে এই ছায়া। অর্থাৎ এসব জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।dt/ns/-



This post has been seen 318 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮