যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলার আতঙ্ক

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলার আতঙ্ক

নিউ সিলেট ডেস্ক : শনিবার রাতে মার্কিন রাজ্য ফ্লোরিডার মিয়ামি শহরের একটি শপিং মলে হঠাৎ বন্দুক হামলার আতংক ছড়িয়ে পড়ে। ডলফিন শপিং মল নামক কেনাকাটার স্থানটিতে সে সময় ক্রেতাদের ভীড় ছিল। হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের মত শোনা গেলে শপিং মল থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে মল থেকে বেরিয়ে দোকানে লুকিয়ে পড়েন অনেকেই। অল্প সময়ের মধ্যে পুলিশ, সেইসাথে অ্যাম্বুল্যান্সও হাজির হয় ঘটনাস্থলে। তবে পুলিশ দাবী করে, সেখানে গুলিবর্ষণের কোন ধরণের ঘটনা তারা পাননি।
মিয়ামি হেরাল্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন দৌড়ে হুড়মুড় করে চিৎকার করে শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছে। অনেকে আতঙ্কে গুলি থেকে বাঁচতে মাথার ওপর হাত উঁচিয়ে রেখেছিল। এ সময় অনেক মানুষ রাস্তায় বের হয়ে আসে। অনেকে প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্রথমে চারবার গুলির আওয়াজ শুনতে পান। বিল্ডিং থেকে বেরিয়ে আসার সময়েও কয়েকবার গুলির আওয়াজ শুনতে পান।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, তাদের অনেককে একটি সিনেমা হলে ঢুকিয়ে বাইর থেকে তালা মেরে দেন মলের কর্মীরা। সেখানে আতঙ্ক নিয়ে তারা তালাবদ্ধ অবস্থায় ২০ মিনিট অবস্থান করেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে সেখান থেকে বের করে আনেন। শপিং মল থেকে এ সময় জরুরী সেবায় ঘটনা সম্পর্কে জানানো হলে বিপুল প্রস্তুতি নিয়ে নিরাপত্তা বাহিনী হাজির হয় সেখানে। কিন্তু পুরো শপিং মল তল্লাশি করেও কোন বন্দুকধারী বা কোন ধরনের হতাহত তারা দেখতে পাননি। খবর-মিয়ামি হেরাল্ড pb/ns/-



This post has been seen 215 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮