বার্সেলোনায় সেই হামলাকারী গাড়িচালক নিহত

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

বার্সেলোনায় সেই হামলাকারী গাড়িচালক নিহত

নিউ সিলেট ডেস্ক : স্পেনের বার্সেলোনায় গাড়ি হামলা চালানো চালক ইউনেস আবু ইয়াকুবকে পুলিশি অভিযানে নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) শহরের পশ্চিমাংশের এক গ্রামে পুলিশের অভিযান চলাকালে সে নিহত হয়।
গত ১৭ আগস্টে লাস র‍্যামব্লাসের ব্যস্ততম পর্যটন এলাকায় পথচারীদের ওপর এ গাড়ি হামলায় ১৩ জন নিহত হন। সেদিনই হামলার পর এ ঘটনার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এ ঘটনার পর থেকে মূলহোতা গাড়িচালক আবু ইয়াকুবকে খুঁজছিল পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, বার্সার সাবিরেতস পৌরসভার একটি রাস্তায় এ গুলাগুলির ঘটনা ঘটে। অভিযানের সময় আবু ইয়াকুব একটি বিস্ফোরক ভেস্ট পরিহিত ছিল বলে দাবি করেছে পুলিশ। তবে সেটি আসল কি নকল সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সাবিরেতস নিহত ব্যক্তি বার্সেলোনার হামলাকারী আবু ইয়াকুব বলে আমরা নিশ্চিত হয়েছি। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক। হামলার ঘটনায় কয়েকজন সহযোগীকে আটক বা হত্যা করতে সক্ষম হলেও মূল সন্দেহভাজন ও ভ্যান চালক আবু ইয়াকুবকে ধরতে পারছিল না স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন। অবশেষে সোমবার সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের অভিযানের সময় আবু ইয়াকুব ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করেছিলেন বলেও জানা যায় । বার্সেলোনা থেকে থেকে ৪০ কিলোমিটার দূরে সাবিরেতসে পুলিশ এ অভিযান চালায়।



This post has been seen 275 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১