সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের লালচকে পুলিশ লাঠি চালিয়ে আশুরার শোক মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। এর প্রতিবাদে মিছিলে অংশগ্রহণকারী তরুণরা ক্ষোভে ফেটে পড়লে পুলিশ বেশ কয়েকজনকে লাঠিপেটা করে গাড়িতে তুলে নিয়ে যায়।
গণমাধ্যমের এক ভিডিও চিত্রে প্রকাশ, ক্ষুব্ধ তরুণরা এ সময় ‘লাব্বায়েক ইয়া মুহাম্মদ’, লাব্বায়েক ইয়া হুসাইন’ বলে চিৎকার করেন। রবিবার আশুরার শোক মিছিলকে কেন্দ্র করে ১৩ থানা এলাকায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল শনিবার থেকে শাহীদগঞ্জ, করণ নগর, মৈসুমা, কোঠিবাগ, শেরঘরি, ক্রালখুদ, বাটামালু, রাম মুন্সীবাগ, রায়নাবাড়ি, নৌহাট্টা, খানইয়ার, এম আর গঞ্জ এবং সাফাকদল থানা এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। গত শুক্রবার ৮টি থানা এলাকায় নিষেধাজ্ঞা থাকলেও শনিবার থেকে তা বাড়িয়ে ১৩টি থানা এলাকায় সম্প্রসারিত করা হয়।
শ্রীনগরের ডেপুটি কমিশনার সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, শান্তিভঙ্গের আশঙ্কায় শহরের বেশ কিছু এলাকায় তৃতীয় দিনের জন্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। শিয়া মুসলিম সম্প্রদায়ের মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি