সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : স্বাস্থ্যবিমা সংস্থাগুলোকে মার্কিন সরকার এত দিন যে ভর্তুকি দিত, তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষিত বিমা ব্যবস্থার পরিবতর্নের পরিকল্পনায় ক্রেতা-সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়নি বললেই চলে। ট্রাম্পের নির্দেশে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বাতিল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন কংগ্রেস। বেশ কয়েকবারের চেষ্টাতেও সফল না হওয়ার পরে এবার দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নিলেন ট্রাম্প। শুক্রবার সকাল থেকে বেশ কয়েকটি টুইটে মার্কিন প্রেসিডেন্ট জানান, ডেমোক্রেটদের ওবামাকেয়ার ধসে পড়েছে। ওদের পোষ্য বিমা সংস্থাগুলোয় ভর্তুকি বন্ধ হচ্ছে। সব ঠিক করতে এবার আমায় ডাকুন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার আইনি ভাবে এই ভর্তুকি দিতে পারে না। ধ্বংসাত্মক ওবামাকেয়ার বাতিল করে পরিবর্তন আনতে হবে আইনে যাতে মার্কিন জনতার প্রকৃত উপকার হয়।
কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনায় রিপাবলিকান ও ডেমোক্রেট দুইপক্ষই সরব হয়েছে। শীর্ষ ডেমোক্রেট নেতাদের মধ্যে নিউ ইয়র্কের সিনেটর চাক শ্যুমার ও ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প মার্কিন জনতাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের পিঠে ছুরি মারবে এই সিদ্ধান্ত।
স্বাস্থ্যবিমায় সরকারি ভর্তুকি কমানো নিয়ে কয়েক মাস আগে রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে রিপাবলিকান সিনেটররা অনেকেই তাকে এই সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিলেন। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি ইলিনা রস-লেটিনেন জানান, ট্রাম্প সাধ্যের মধ্যে সব কিছু পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ তো ঠিক তার উল্টো।
স্পিকার ও উইসকনসিনের রিপাবলিকান সদস্য পল ডি রায়ান ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, ওবামা প্রশাসন ভর্তুকি দিতে গিয়ে কংগ্রেসের কর্তৃত্ব খর্ব করার দিকে এগিয়েছিল।
স্বাস্থ্য এবং জনপরিষেবা দপ্তরের হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৬০ লাখ মার্কিন এই ভর্তুকির সুবিধা পান। যে ভর্তুকির জন্য ২০১৭ সালে সরকারকে দিতে হবে ৭০০ কোটি ডলার। ভর্তুকি না পেলে বিমাসংস্থাগুলো আগামী বছর অন্তত ২০ শতাংশ দর বাড়িয়ে দেবে। তবে আগামী বছর বিমা ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। বিরাট পরিবর্তন শুরু হবে ২০১৯ সালে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি