ইরাকের মসুল যুদ্ধে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: সেভ দ্য চিলড্রেন

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

ইরাকের মসুল যুদ্ধে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: সেভ দ্য চিলড্রেন

নিউ সিলেট ডেস্ক : ইরাকের সংঘাতপূর্ণ মসুল থেকে প্রায় ৪ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণ থেকে মসুল পুনরুদ্ধারের জন্য এক বছর আগে ইরাকি বাহিনীর অভিযান শুরু হলে তারা বাস্তুচ্যত হয় বলে জানায় সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানায়। খবর রয়টার্সের।
গত জুলাই মাসে ইসলামিক স্টেটের খেলাফতের ইতি ঘটে মসুল পতনের মাধ্যমে। মসুল ছিল আইএসের ডি-ফ্যাক্টো রাজধানী। নয় মাসের ভয়ানক যুদ্ধে মসুল তাদের হাত থেকে ইরাকি বাহিনীর হাতে চলে আসে। তবে এই যুদ্ধে বেসামরিক লোকসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা। মসুলে যুদ্ধ শেষ হলেও এখন অনেক কাজ জরুরি বলে মনে করছে বিভিন্ন দাতব্য সংগঠন। ‘সেভ দ্য চিলড্রেন’ ইরাকের কান্ট্রি ডিরেক্টর আনা লকসিন বলেন, মসুলে যুদ্ধ থেমে গেছে তার মানে এই না সেখানে মানবিক প্রয়োজন ফুরিয়ে গেছে। এখনই আসলে শিশুদের প্রচুর সাহায্য দরকার। যারা এখনো বাস্তুচ্যুত, যারা ফেরত এসে নিজেদের বাড়ি ঘরের ধ্বংসস্তূপ দেখছে তাদের সকলেরই সাহায্য দরকার।
মসুলের বড় অংশই ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে আছে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাড়িঘর, খেলার মাঠ, রাস্তাঘাট, পার্ক সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে শিশুদের মধ্যে যে মানসিক দাগ পড়েছে সেটা মুছতে অনেক বছর লাগবে বলে মনে করেন আনা লকসিন।pb/ns/-



This post has been seen 179 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১