সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে ইরানের ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে। ইরাকের আহ্বানে সাড়া দিয়ে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ মাহজুব জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেছেন, কুর্দিস্তানের ক্রসিং পয়েন্ট ও বিমান বন্দরগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের সহযোগিতা চেয়েছিল ইরাক। ইরান ওই আহ্বানে সাড়া দিয়েছে।
আহমাদ মাহজুব আরও বলেছেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি কুর্দিস্তানের কর্মকর্তারা ইরাক থেকে ওই এলাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গণভোটের আয়োজন করেছিলেন। এরপরই ইরাকের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কুর্দিস্তানের ক্রসিং পয়েন্ট ও বিমান বন্দরগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে কুর্দিস্তান সীমান্তের তিনটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি