হানিপ্রীতের গোপন ডায়েরি ও ল্যাপটপ পেতে বিপাসনাকে জেরা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

হানিপ্রীতের গোপন ডায়েরি ও ল্যাপটপ পেতে বিপাসনাকে জেরা

নিউ সিলেট ডেস্ক : পঞ্চকুলায় তাণ্ডবের আগে নিজের ল্যাপটপ এবং গোপন একটি ডায়েরি সরিয়ে ফেলেছিলেন হানিপ্রীত ইনসান। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ল্যাপটপ এবং ডায়েরি ডেরা সচ্চা সৌদার পরিচালনা কমিটির চেয়ারপারসন বিপাসনার কাছে রেখে দেন হানিপ্রীত। এবার সেই ল্যাপটপ এবং ডায়েরির খোঁজ পেতে বিপাসনাকে সোমবার সমন পাঠিয়েছে ভারতের পঞ্চকুলা পুলিশ। তদন্তকারীদের অনুমান, ল্যাপটপ এবং ডায়েরি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। ডেরায় গুরমিত রাম রহিম সিং এবং হানিপ্রীতের পর বিপাসনাই ছিলেন সব থেকে ক্ষমতাশালী। ফলে, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পঞ্চকুলা পুলিশ জানায়, ল্যাপটপ, ডায়েরি ছাড়াও ডেরার বেনামি জমি, কাজ-কর্মের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বিপাসনাকে। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম-রহিম সিং। হানিপ্রীত এবং বিপাসনা তার দুই পালিত কন্যা।pb/ns/-



This post has been seen 221 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১