আইপিইউ ১৩৭৩ম সম্মেলনে রোহিঙ্গা ইস্যু এজন্ডায় অন্তর্ভুক্ত!

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

আইপিইউ ১৩৭৩ম সম্মেলনে রোহিঙ্গা ইস্যু এজন্ডায় অন্তর্ভুক্ত!

নিউ সিলেট ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তঃপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’তে রোহিঙ্গা ইস্যুকে একটি জরুরী বিষয় হিসাবে এজেন্ডাভুক্ত করা হয়েছে। আইপিইউ’র ১৩৭৩ম অধিবেশনে বাংলাদেশের দেয়া প্রস্তাব হিসাবে রোহিঙ্গা ইস্যুটি এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়। খবর বাসস’এর।
মস্কোতে বাংলাদেশ দূতাবাসের এক মুখপাত্র সোমবার টেলিফোনে বাসস’কে জানান, আইপিইউ অধিবেশনে আলোচনার জন্য জুরুরী বিষয় হিসাবে রোহিঙ্গা ইস্যুসহ তিনটি প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুটি অধিবেশনে আলোচনার জন্য প্রস্তাব করলে তা সবোর্চ্চ ১ হাজার ২৭ ভোটে গৃহীত হয়।
মুখপাত্র জানান, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ”গণহত্যা বন্ধ কর এবং দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিঃশর্তে ও নিরাপদে অবিলম্বে তাদের নিজ আবাস ভূমি মিয়ানমারের রাখাই রাজ্যে ফিরিয়ে নিতে হবে” শীষর্ক প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বোচ্চ ভোটে গৃহীত হয়।
পাশাপাশি মিয়ানমার রাখাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সেখানে নৃশংসতার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা জানানো সম্পর্কে আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করলে প্রস্তাবটি মাত্র ৪৭ ভোটে গৃহীত হয়। আর তৃতীয় প্রস্তাবটি হলো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে জাপানের দেয়া একটি প্রস্তাব। প্রস্তাবটি ৪২৭ ভোটে গৃহীত হয়।
আইপিইউ পৃথক ভাবেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও তাদেরকে ঘরবাড়ি ছাড়া করার ঘটনায় নিন্দা জানিয়েছে। আইপিইউ’র সভাপতি সাবের চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এক যুক্ত বিবৃতিতে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষদের ওপর অমানসিক নির্যাতনের ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করে এর নিন্দা জানান।
বিবৃতিতে রোহিঙ্গা নির্যাতনের ঘটনাকে মানবাধিকারের চরম লংঘন উল্লেখ করে এ ধরনের নির্যাতন বন্ধ করে রাখাইন রাজ্যের সকল লোকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিবৃতিতে অবিলম্বে রাখাইন সংকটের সমাধান করার জন্য আইপিইউ সদস্য রাষ্ট্র মিয়ানমারের প্রতি আহবান জানানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন গত ১৪ অক্টোবর আইপিইউ সম্মেলনের উদ্বোধন করেন। সারা বিশ্বের সদস্য রাষ্ট্রের প্রায় দুই হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।pb/ns/-



This post has been seen 245 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১