ফের আটকে গেল ট্রাম্পের ‘মুসলিম নিষেধাজ্ঞার’ সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭

ফের আটকে গেল ট্রাম্পের ‘মুসলিম নিষেধাজ্ঞার’ সিদ্ধান্ত

নিউ সিলেট ডেস্ক : আট দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে যাবার ক্ষেত্রে যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আদালতের আদেশে তা স্থগিত হয়ে গেছে। গত মাসে ঘোষণা দেয়া এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ-এই ছয়টি মুসলিম দেশের নাগরিকেরা। এছাড়া উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলাও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়। কিন্তু আদালতের নির্দেশে ট্রাম্পের ওই ঘোষণা আপাতত বাতিল হয়ে গেছে। এটি এই সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল। কিন্তু তার আগেই ডেরিক ওয়াটসন নামের এক বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন। এই আদেশ জারি করার সময় বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
এই আদেশে বিচারক ওয়াটসন আরো বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই। নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী এক ধরণের আলোচনা, পর্যালোচনার উপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ সর্বশেষ এই ভ্রমণ নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল।dt/ns/-



This post has been seen 173 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১