সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তাদের কাছে এমন শক্ত প্রমাণ রয়েছে যাতে প্রতীয়মাণ হয় যে, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার রাখাইন রাজ্যের পরিস্থিতির ওপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও জোর করে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের বিস্তারিত তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। খবর আল জাজিরার।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি অ্যামনেস্টির আহ্বান, যেন মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র অবরোধ এবং তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
অ্যামেনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ব্যাপক হারে নিয়মতান্ত্রিক হামলার শিকার হয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে।
গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার সময় থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য-প্রমাণ উঠে এসেছে অ্যামনেস্টির প্রতিবেদনে। প্রায় দেড় শতাধিক প্রত্যক্ষদর্শীর জবানবন্দি, স্যাটেলাইটের তথ্য-উপাত্ত, ছবি ও ভিডিওর মাধ্যমে বিস্তারিত ও ব্যাপকভিত্তিক বিশ্লেষণে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ দেওয়া হয়েছে।
অ্যামনেস্টি জানিয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে দেশটির কর্মকর্তারা নিয়মতান্ত্রিক নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের মতে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।
অ্যামনেস্টির মিয়ানমার বিষয়ক গবেষক লরা হাইগ বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের যেসব তথ্য-প্রমাণ তারা নথিভুক্ত করেছেন, তা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে করা দেশটির সেনবাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনীয়। কাচিন, শান ও পালংসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধেও তারা একই ধরনের অপরাধ করেছে।
তিনি বলেছেন, এক্ষেত্রে একই চিত্র সেখানে সেনাবাহিনী পুরোপুরি জবাবদিহীর বাইরে, প্রায়ই বেপরোয়া এবং তারা দায়মুক্ত, যা তাদের আরো দায়মুক্তির পথ করে দেয়। তিনি আরো বলেন, এসব বন্ধ করার সময় এখন।
অ্যামনেস্টির হিসাবমতে, ২৫ আগস্ট পরবর্তী সহিংসতায় জীবন বাঁচাতে মিয়ানমার ছেড়ে পালিয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ জানায়, প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য সীমান্তের অভিমুখে ছুটছে।
আমার পৃথিবী শেষ: মিয়ানমারে রোহিঙ্গারা মানবতার বিরুদ্ধে অপরাধের লক্ষ্যে পরিণত’ শীর্ষক প্রতিবেদনে পাতার পর পাতা বর্ণনায় গণহত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।
অবশ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছে মিয়ানমার।
গত সোমবার দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং জাতিসংঘ কর্মকর্তাদের বলেন, তার সেনারা আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) আক্রমণের জবাবে বৈধ অভিযান পরিচালনা করছে। তার অফিসিয়াল ফেসবুক পেজে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে বলেন ‘যা বলা হচ্ছে আর বাস্তবে যা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন।
এদিকে বুধবার মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গুশিয়াংয়ের সাথে একটি সাক্ষাৎ শেষে তার ফেসবুক পোস্টে বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালিদের’ (মিয়ানমারের মতে রোহিঙ্গারা বাঙালি) নিয়ে যে খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে সেগুলোকে অতিরঞ্জন ও অসত্য বলেছেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
সিনিয়র জেনারেল বলেন, যদিও সরকার ও সেনাবাহিনী আইনের ভেতর থেকে কাজ করে যাচ্ছে কিন্তু বিশ্বমহল যেসব খবর পাচ্ছে সেগুলো ভুল।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি