স্কুল শিক্ষক মুখে ২২টি জ্বলন্ত মোমবাতি নিয়ে গিনেসে নাম ভিডিও সহ

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

স্কুল শিক্ষক মুখে ২২টি জ্বলন্ত মোমবাতি নিয়ে গিনেসে নাম ভিডিও সহ

নিউ সিলেট ডেস্ক : পেশায় শিক্ষক৷ তবে প্যাশনটা একেবারেই অন্য রকম৷ এক্কেবারে আলাদা কিছু একটা করে সবাইকে তাক লাগানো। আর সুযোগ পেলেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নেওয়া৷ হ্যাঁ, মুম্বাইয়ের স্কুল শিক্ষক দীনেশ উপাধ্যায় ঠিক এ রকমটিই করেন৷ কখনও এক মিনিটে ৭৩টি আঙুর খেয়ে রেকর্ড গড়েন৷ আবার কখনও ১০টি বিলিয়ার্ড বল একসঙ্গে ধরে বিশ্বকে তাক লাগিয়ে দেন৷ তবে এবার সেই শিক্ষক মহাশয় যা করলেন, তাতে হতবাক সবাই৷

এ বারের দিওয়ালিতে নতুন রেকর্ডটা করেই ফেললেন দীনেশ৷ মুখ দিয়ে ২২টি জ্বলন্ত মোমবাতি ধরে নাম তুললেন গিনেস বুকে৷ সেই ভিডিও পোস্ট করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর ফেসবুক পেজে জানানো হয়েছে, এই কারণেই দীনেশকে ‘ম্যাক্সিমাউথ’বলা হয়। কোনও বন্ধুর জন্মদিন থাকলে নেটিজেনদের এই ভিডিও উপহার দেওয়ার কথাও জানানো হয়েছে।pb/ns/-



This post has been seen 240 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১