সোমালিয়ায় ফের বোমা বিস্ফোরণে নিহত ২৩

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭

সোমালিয়ায় ফের বোমা বিস্ফোরণে নিহত ২৩

নিউ সিলেট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আবার জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর- বিবিসির।
এর দুই সপ্তাহ আগে একই দিনে মোগাদিসুতে দুটি বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৫৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, মোগাদিসুর একটি রোস্তরাঁয় প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরণের পর জঙ্গিরা ভেতরে ঢুকে পরে। এর এক ঘণ্টা ব্যবধানে সাবেক পার্লামেন্ট ভবনের কাছেই দ্বিতীয় বোমা হামলা চালানো হয়। এতে ২৩ জন নিহত হন।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বলেন, একটি মিনিবাস ভর্তি বিস্ফোরক থেকে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।
নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ মোয়ালিম আদান বলেন, বিস্ফোরণের পর ওই এলাকা পরিষ্কার করতে গিয়ে তাঁরা ১৪ জন বেসামরিক ব্যক্তির লাশ পেয়েছেন। সেখানে আরো অনেকেই আহত হয়েছেন।tr24/ns/-



This post has been seen 282 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১