নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউ সিলেট ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে চাকরি করেন, এমন এক নারী তাকে নির্যাতনের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি নেতানিয়াহুর স্ত্রী সারার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ইসরাইলের গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
ইসরাইলি দৈনিক ইয়েদিওত শুক্রবার খবর দিয়েছে, ২৪ বছর বয়সী ওই নারী গৃহকর্মী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে গত ২৭ অক্টোবর নির্যাতনের মামলাটি দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর আইনজীবী জানান, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ‘নির্যাতন’ ও ‘অবমাননাকর’ আচরণের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী ওই গৃহকর্মী জানান, দুই মাস ধরে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন পরিষ্কার করছেন। কিন্তু, তাকে কোনো অর্থ দেওয়া হয়নি।
এজন্য নিজের পারিশ্রমিক বাবদ ২ লাখ ২৫ হাজার শেকল (প্রায় ৬৪ হাজার ডলার) দাবি করেন ওই গৃহকর্মী। সেটি না দিয়ে উল্টো তার ওপর নির্যাতন করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী সারা।
ওই নারীর অভিযোগ, সারা নেতানিয়াহু তাকে প্রয়োজনীয় ছুটি পর্যন্ত দেননি। এমনকি অসুস্থ হলেও তাকে বিশ্রাম কিংবা ছুটি দেওয়া হয়নি।
আদালত প্রধানমন্ত্রী ভবনের এমন ‘অব্যবস্থাপনা’ এবং ওই গৃহকর্মীর অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।pb/ns/-



This post has been seen 250 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১