বিবাদ না করে শান্তিপূর্ণভাবে বসবাস করা আহ্বান সু চি’র

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭

বিবাদ না করে শান্তিপূর্ণভাবে বসবাস করা আহ্বান সু চি’র

নিউ সিলেট ডেস্ক : আন্তর্জাতিক সমালোচনার মুখে কোনো ঘোষণা ছাড়াই মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করেছেন দেশটির নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯টায় রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে মংডুর উদ্দেশ্যে রওনা হন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি। মিয়ানমার নেত্রীর এই সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি তার দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা ও পুলিশ কর্মকর্তাসহ প্রায় ২০ জন রাখাইন সফরে সু চির সঙ্গে ছিলেন। তাদের মধ্যে জ জ নামের এক ব্যবসায়ীও রয়েছেন, যার ওপর এক সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। তবে মংডুতে উপস্থিত এক রোহিঙ্গা ইমামের বরাত দিয়ে আরাকান প্রজেক্ট মনিটরিং গ্রুপের ক্রিস লিওয়া বার্তা রয়টার্সকে বলেছেন, ‘মংডুতে গিয়ে সু চি সড়কপথে রোহিঙ্গাদের এলাকায় যান। তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলেন। তিনি (সু চি) শুধু তিনটি বিষয় বলেছেন- তাদের (রাখাইনের মানুষদের) শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, সরকার তাদের সহায়তা করবে এবং নিজেদের মধ্যে বিবাদ করা উচিৎ নয়।
রয়টার্স জানিয়েছে, সু চি যখন বৃহস্পতিবার রাখাইন সফরে গেলেন, তার আগের রাতেও প্রাণ বাঁচাতে মরিয়া হাজার চারেক রোহিঙ্গা জল-পাহাড় ডিঙিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
গত ২৫ অগাস্ট রাখাইনের ওই অঞ্চলে নতুন করে সেনা অভিযান শুরুর পর নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার রাতেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে কয়েক হাজার রোহিঙ্গা। গত কয়েক দশকে বহুবার সেনাবাহিনী এবং রাখাইনের বৌদ্ধদের নিপীড়নের শিকার হয়েছে রোহিঙ্গারা। এবারের ছয় লাখের বাইরে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা গত কয়েক দশকে বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছে প্রাণ বাঁচানোর তাগিদে।
২০১৫ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্যে দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ছিল, তিনি হয়ত রাখাইনে শান্তি ফেরানোর উদ্যোগ নেবেন। কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মেনে নেওয়া বা অধিকার বঞ্চিত ওই জনগোষ্ঠীর দুর্দশা নিজের চোখে দেখার জন্য রাখাইনে যাওয়ার কোনো আগ্রহ তিনি এর আগে দেখাননি।
গতবছর ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিদ্রোহীদের’হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইনে সেনা অভিযান শুরু পরও সেখানে ব্যাপক হত্যা-নির্যাতনের অভিযোগ উঠেছিল। জাতিসংঘের পক্ষ থেকে সে সময় রাখাইনে যাওয়ার জন্য সু চির প্রতি আহ্বান জানানো হয়েছিল। রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে বিদ্রোহীদের হামলার পর গত ২৫ অগাস্ট এবারের অভিযান শুরু হয়। ওই অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করার পর আন্তর্জাতিক সমালোচনার মধ্যে সু চিকে একই পরমার্শ দেন কয়েকজন নোবেলবিজয়ী।
গত মাসে রাখাইনে পুনর্বাসন শুরুর ঘোষণা দিয়ে সু চি এ কাজে মিয়ানমারের ধনী ব্যবসায়ীদের সহযোগিতা চান। তার সরকার বলে আসছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা রাখাইনে বসবাসের প্রমাণ দেখাতে পারবে, কেবল তাদেরই ফিরিয়ে নেওয়া হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা শুরু হলেও কীভাবে তা হবে, সেই প্রশ্নে বিষয়টি আটকে আছে।
বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গারা যে অবস্থায় বাংলাদেশে এসেছে, তাতে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র বা মিয়ানমারে ঘরবাড়ি থাকার প্রমাণ আশা করা কঠিন। তাছাড়া রোহিঙ্গাদের কাছে জাতীয় পরিচিতির যেসব কাগজপত্র ছিল, গতবছরই সেগুলো বাতিল করে দিয়েছে মিয়ানমার।tr24/ns/-



This post has been seen 353 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১