সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ চীনা প্রেসিডেন্টের

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ চীনা প্রেসিডেন্টের

নিউ সিলেট ডেস্ক : যুদ্ধের জন্য চীনা সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জি জিনপিং। সেনাদেরকে ইতিমধ্যেই সতর্ক করার পাশাপাশি সেনারা যাতে যুদ্ধের মোকাবিলা করতে পারে সেজন্য সামরিক ক্ষেত্রেও ঢালাওভাবে সাজাচ্ছেন জিনপিং৷ প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি জিনপিং সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান৷ তিনি সিএমসি জয়েন্ট ব্যাটেল কমান্ড সেন্টার পরিদর্শন করার সময়ই শুক্রবার এই মন্তব্যটি করেছিলেন বলে জানায় কোলকাতা২৪৷
জিনপিং জানান, চীনা সেনাদের নেতৃত্ব দেবে সিএমসি৷ একইসঙ্গে দাবি করেন, চীনা সেনাবাহিনী বিশ্বের সব থেকে বড় সেনাবাহিনী৷ দ্বিতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করার পর আবার দেশের সামরিক ক্ষেত্রকে ঢালাওভাবে সাজাচ্ছেন তিনি৷ দেশের প্রেসিডেন্ট ছাড়াও চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনা সেনাপ্রধান তিনি৷ কিছুদিন আগেই চীন এবং উত্তর কোরিয়ার মধ্যকার উষ্ণ সম্পর্কের উন্নয়নে কিছুটা শীতলতার ছোঁয়ার ইঙ্গিত মিলেছিল৷ উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল টেস্টের ফলে বেজিং এবং পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্কের মধ্যে বেশ কিছুটা চিড় ধরে৷ যদিও তার আগে এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক যথেষ্ট উন্নত ছিল৷ সেই উষ্ণ সম্পর্কের ফের উন্নয়নের জন্যই দুই দেশ একে অপরের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে৷ তাই বোঝাই যাচ্ছে শত্রু দেশের সঙ্গে মোকাবিলা করতে একেবারে প্রস্তুত চীন।pb/ns/-



This post has been seen 347 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১