বড় দুর্ভিক্ষের মুখে ইয়েমেন : জাতিসংঘ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

বড় দুর্ভিক্ষের মুখে ইয়েমেন : জাতিসংঘ

নিউ সিলেট ডেস্ক :  বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে ইয়েমেন। এর ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ বলে জানিয়েছেন জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের বিষয়টি জানান জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। খবর- বিবিসির।
জাতিসংঘের এই কর্মকর্তা সংঘাতপীড়িত দেশটির ওপর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্র আটকে দেয় সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পর ইয়েমেনের সঙ্গে আকাশ, স্থল ও নৌপথে অবরোধ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
সৌদির ভাষ্য, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে এ অবরোধ আরোপ করা হয়েছে। তবে সৌদির এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।
২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা লোকক বলেন, আমি (নিরাপত্তা) পরিষদকে বলেছি, এই ব্যবস্থা (অবরোধ) তুলে নেওয়া না হল ইয়েমেনে দুর্ভিক্ষ হবে। এটা হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষ, যাতে ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ।tr24/ns/-



This post has been seen 344 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১