‘ট্রাম্পের ঘোষণা উত্তেজনা বাড়াবে

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

‘ট্রাম্পের ঘোষণা উত্তেজনা বাড়াবে

নিউ সিলেট ডেস্ক :  ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় উত্তেজনা যে বাড়বে সে ব্যাপারে একমত তুরস্ক ও রাশিয়া। সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক যৌথ সংবাদ সম্মেলনের এ কথা বলেন। এ সময় ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানান পুতিন।
এর আগে একদিনের আঞ্চলিক সফরে সিরিয়া ও মিসর হয়ে তুরস্কে যান তিনি। দেশটির রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনের কথা বলেন রাশিয়ান প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষণা নিয়ে যখন মুসলিম বিশ্বসহ ওই অঞ্চলে ক্ষোভ বিরাজ করছে তখন এ ঝটিকা সফরে গেলেন পুতিন। অবশ্য যুক্তরাষ্ট্রের মিত্ররাও ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে।
পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করে জেরুজালেমের বিষয়টি মীমাংসা করা উচিত।
তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণা যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করবে সে ব্যাপারে রাশিয়া ও তুরস্ক একমত।
পুতিন আরও বলেন, এ সিদ্ধান্ত অত্র অঞ্চলের পরিস্থিতিকে অস্বাভাবিক করবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে নস্যাৎ করে দেবে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্টের অবস্থানে সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করার সময় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার নিন্দা জানান তিনি।
এদিকে, জেরুজালেম ইস্যুতে আগামীকাল বুধবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে বসছে ওআইসির শীর্ষ বৈঠক।
এরদোয়ান এ বৈঠককে জেরুজালেম ইস্যুর টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন। রাশিয়া এই বৈঠকে প্রতিনিধি পাঠাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার রাতে ট্রাম্প এক ঘোষণায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা বলেন। এ ঘোষণার পর থেকেই ফিলিস্তিনের বেথেলহেম, পশ্চিম তীর, গাজা ও রামাল্লাসহ অন্যান্য স্থানে বিক্ষোভ অব্যাহত আছে। ইসরাইলী সেনাদের ট্যাংক ও বিমান হামলায় এ পর্যন্ত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ইসরাইলী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়েছেন।
অন্যদিকে, ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি গোটা বিশ্ব। তার এই ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে মুসলিম দেশগুলো ছাড়াও ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। সেইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার এবং বিভিন্ন সংগঠন ও সংস্থা এর নিন্দা জানিয়েছে। এ পর্যন্ত ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে কেউ একমত পোষণ করেনি।pb/ns/-



This post has been seen 275 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১