ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম’ স্বীকৃতি ইরানের

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম’ স্বীকৃতি ইরানের

নিউ সিলেট ডেস্ক :  জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিয়েছে ইরানের পার্লামেন্ট।গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এই প্রস্তাবের ওপর ভোটাভোটি অনুষ্ঠিত হয়। ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০৭ জন।ইরানের সরকারি গণমাধ্যম আইসিএএনএ নিউজের বরাত দিয়ে তুর্কি সরকারি গণমাধ্যম আনাদলু এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বিলটিকে সময়োযোগী বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাবে তেহরানের পক্ষ থেকে এমন ঘোষণা আসলো। এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। ট্রাম্পের ওই ঘোষণার পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে। মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বে বিক্ষোভ হয়। ফিলিস্তিনিরা ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসেন। সেই থেকে তাদের বিক্ষোভ অব্যাহত আছে। এ পর্যন্ত বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হামলায় এক ডজনের বেশি ফিলিস্তিনি নিহত এবং কয়েকশ আহত হয়েছেন।
ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ পরই তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির জরুরি বৈঠক ডাকা হয়। সেখান থেকেও জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়।
শুধু তাই নয়, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব আনে মিসর। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১২৮টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।pb/ns/-



This post has been seen 359 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১