এনবিএ’র ওয়েবসাইট থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল ইসরাইল

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

এনবিএ’র ওয়েবসাইট থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল ইসরাইল

নিউ সিলেট ডেস্ক : ইসরাইলের ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন-এনবিএ’র ওয়েবসাইট থেকে ‘প্যালেস্টাইন- অকুপায়েড টেরিটরি অর্থাৎ দখলকৃত ফিলিস্তিন’ এই শব্দগুলো মুছে ফেলতে বাধ্য করেছেন তিনি।
চরমপন্থী ওই নেতা এনবিএ’র কমিশনার অ্যাডাম সিলভারকে পাঠানো এক চিঠিতে ইসরাইলকে ‘কাল্পনিক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন।
প্রসঙ্গত, এনবিএ’র ওয়েবসাইটে ফিলিস্তিনকে ইসরাইলের দখলকৃত ভূখণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছিল। আন্তর্জাতিকভাবেও ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের বিভিন্ন অংশের ভূখণ্ডকে ‘দখলকৃত’ বলে বর্ণনা করা হয়।
শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানায়, ইসরাইলের ক্রীড়া মন্ত্রী মিরি রেগেব বলেছেন, এনবিএ’র ওই বর্ণনা ট্রাম্পের সাম্প্রতিক স্বীকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এনবিএ’র ওয়েবসাইট থেকে ‘দখলকৃত ফিলিস্তিন’ মুছে দেয়ার জন্য শুক্রবার সিলভারকে ধন্যবাদ জানান রেগেব।
গত ডিসেম্বরের ৬ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই ঘোষণা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারবেন না বলে জানিয়েছেন ফিলিস্তিনের নেতারা।
ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যতে তাদের দেশের রাজধানী হিসেবে চায়। ১৯৬৭ সালের যুদ্ধে ওই অংশকে জর্ডানের কাছ থেকে দখল করে নিয়েছিল ইসরাইল। তাদের মতে, এটি চিরদিনই ইসরাইলের রাজধানী।pb/ns/-



This post has been seen 367 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১