সৌদি আরব মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : খামেনি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

সৌদি আরব মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : খামেনি

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে সৌদি আরব মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তেহরানে ইসলামি দেশগুলোর সংসদের প্রতিনিধিদের এক সম্মেলনে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার ব্যাপারে ইরানের এ নেতা বলেন, পবিত্র এ শহর নিঃসন্দেহে ফিলিস্তিনের রাজধানী। ওয়াশিংটনের ঘোষণায় কোনো কাজ হবে না। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্টকে সৌদি আরব সহায়তা করছে বলে অভিযোগ করেছেন খামেনি। তিনি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই মুসলিম বিশ্ব এবং ইসলামিক উম্মাহর সঙ্গে প্রতারণা।
বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের সঙ্গে যারা এক সময় প্রকাশ্যে বিরোধিতা করেছে আমরা তাদের সঙ্গেও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।
‘পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও ব্যাপক সংখ্যক মানুষের এ ইসলামি বিশ্ব বড় ধরনের ক্ষমতা তৈরি করতে পারে। ঐক্যের মাধ্যমে প্রভাবশালীও হয়ে উঠতে পারে। ইসলামি বিশ্বে যুদ্ধভিক্ষুকদের অবশ্যই দমন করা হবে এবং ইহুদিবাদীদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে দেয়া আমাদের উচিত নয়।nt24/ns/-



This post has been seen 410 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১