সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : ভারতের তামিলনাড়ুর জেলবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা নটরাজনের স্বামী মারুথাপ্পা নটরাজন মারা গেছেন।গত সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ১৬ মার্চ বুকে সংক্রমণে আক্রান্ত নটরাজনকে চেন্নাইয়ের গ্লেনেগলস গ্লোবাল সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
গত সোমবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে নটরাজনের।
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, গত দু’দিনে নটরাজনের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটে। তাকে ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। এর আগে গত বছরের অক্টোবরে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নটরাজন।
প্রয়াত নটরাজনের স্ত্রী তথা এআইএডিএমকের প্রাক্তন নেত্রী শশিকলা নটরাজন এই মুহূর্তে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় কর্নাটকের জেলে বন্দি। শীর্ষ আদালত তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। গত অক্টোবরেই স্বামী নটরাজনের অসুস্থতার সময় ৫ দিনের প্যারোলে জেলের বাইরে এসেছিলেন শশিকলা।
সূত্রের খবর, নটরাজনের শেষকৃত্যে উপস্থিত থাকতে ১৫ দিন প্যারোলের অনুমতি পেয়েছেন শশিকলা। গতকাল মঙ্গলবারই প্রয়াত নটরাজনের শেষকৃত্য হওয়ার কথা।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি