সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই নিজ দেশ পাকিস্তানে ছয় বছর পর ফিরেছেন । তালেবান জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার পর এই প্রথমবারের মতো পাকিস্তানে ফিরলেন তিনি।বর্তমানে মালালা ইউসুফজাই এর বয়স ২০ বছর। নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালার ওপর বন্দুক হামলা চালায় তালেবানরা।
পাকিস্তানে ফিরে আসার পর তিনি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে বৈঠক করার আশা করছেন। স্পর্শকাতর হওয়ায় তার এ ভ্রমণের বিস্তারিত বিষয় গোপন রাখা হয়েছে বলে এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে তাকে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।
পাকিস্তানে তার এ সফর চার দিনের হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। তিনি তার ‘মালালা ফান্ড গ্রুপ’ এর কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সফর করছেন। তবে এ সফরে তিনি তার নিজের পারিবারিক শহর সোয়াতে যাবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। যা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
প্রসঙ্গত, মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তখন তার বয়স ছিল ১৭।
হামলার ঘটনার পরও নারীশিক্ষা ও নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি। পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, কেনিয়া, জর্ডানের মতো দেশে নারীশিক্ষায় বিনিয়োগে কাজ করছে ‘মালালা ফান্ড’। সূত্র: বিবিসি dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি