ভেনেজুয়েলায় হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ড, নিহত ৬৮

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

ভেনেজুয়েলায় হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ড, নিহত ৬৮

নিউ সিলেট ডেস্ক : ভেনেজুয়েলার কারাবোবো প্রদেশের ভেলেনসিয়া শহরের একটি থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানানো হয়েছিল। চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব বলেন, থানা হাজতে আসলে কি ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু হবে। খবর বিবিসি।
জেল থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের সঙ্গে থাকা জিনিসে আগুন লাগায়। সে সময় বন্দীদের আত্মীয় স্বজনরা তাদের বের করে নেয়ার জন্য কারাগারে ভিড় জমায়। পুলিশ তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ছোড়ে।
স্থানীয় কর্মকর্তা জেসাস সান্তানদের জানিয়েছেন, এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
তিনি জানিয়েছেন, কতজন মারা গেছেন তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন ফরেনসিক চিকিৎসকরা। বন্দীদের স্বজনরা বলছেন, অনেকেই অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছে। বন্দীদের দেখতে যাওয়া স্বজনদের মধ্যে অনেক নারী এবং শিশুও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার কারাগারগুলো সবসময়ই জনাকীর্ন থাকে এবং সেখানকার বন্দীদের কাছে মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র থাকে। সে কারণে প্রায়ই কারাগারে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। গত মাসে কারাবোবোর একটি কারাগারে আরও একটি দাঙ্গার ঘটনায় বহু বন্দী এবং বেশ কয়েক নিরাপত্তারক্ষী নিহত হয়।n24/ns/-



This post has been seen 342 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১