ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ৪ দমকলকর্মী। বহুতল ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।
ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় সিএনএনকে জানিয়েছেন, নিহত ব্যক্তি বিল্ডিংয়ের ৫০তম তলার বাসিন্দা। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাতের দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আহত চার দমকলকর্মী আশঙ্কামুক্ত। এই বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে।
ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ টাওয়ারে ছিলেন না।
প্রতিবেদনে বলা হয়, টাওয়ারের ওপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।n24/ns/-



This post has been seen 294 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১