এবার ‘লালন’ ব্যান্ড গাইছে সিলেটের এমডি কাবুলের গান

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

এবার ‘লালন’ ব্যান্ড গাইছে সিলেটের এমডি কাবুলের গান

নিউ সিলেট রিপোর্ট : বর্তমান প্রজন্মের দেশ সেরা আলোচিত ব্যান্ড ‘লালন’ অনেক দিন ধরে তাদের নিজস্ব ঘরানায় গান করে দেশে বিদেশে খ্যাতি অর্জন করলেও এবার তাদের সব কিছুতেই নতুনত্ব ও ভিন্নতা এনে নতুন করে পথচলা শুরু করেছে। আর এতে তারা প্রথমেই পছন্দ করে নেয় সিলেটের তরুণ গীতিকার এমডি কাবুলের গান “যতন করে রাখছি যে তুমারে”।
এ প্রসংগে লালন ব্যান্ডের ভোকাল ‘নিগার সুমি’ বলেন, এই গানটি আমার বড় ভাই জনপ্রিয় কন্ঠ শিল্পী ‘রূপম’এর কন্ঠে অনেকবার শুনেছি আর এ থেকেই গানটি আমাদের কাছে খুব পছন্দ হয়। তবে এবার গানটির সুরে কিছু ভিন্নতা এনে গাইবো তাই নিরলস চেষ্টা চলছে শীঘ্রই গানটি সব চ্যানেল ও স্টেজ শো তে পরিবেশন করবো। তাই আমরা সিলেট বাসীর অপেক্ষা করতে পারি ভালো কিছু একটা পাওয়ার জয় হোক লালন ব্যান্ড জয় হোক এমডি কাবুলের।



This post has been seen 1901 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১