গাড়ি হামলায় কানাডায় নিহত ১০

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

গাড়ি হামলায় কানাডায় নিহত ১০

নিউ সিলেট ডেস্ক : কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। টরেন্টো পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। এসময় পথচারীরা গাড়ি চাপ পড়ে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে গাড়ি হামলা বলে ধারণ করছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা গেছে। নামা অ্যালেক মিনাসিয়ান। বয়স ২৫। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা করেছে।
বিবিসি জানিয়েছে, কানাডার টরেন্টোর স্থানীয় সময় দুপুর দেড়টার সময় টরেন্টোর ইয়োনগি এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ এক গাড়িচালক তার গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। ঘটনাস্থলে কয়েকটি মরদেহ পড়ে ছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
টরোন্টোর ডেপুটি পুলিশ প্রধান পিটার ইয়ুন জানান, এই ঘটনা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনা অনুধাবনে হামলাকারী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এই ঘটনার পর পরই কয়েকটি হট লাইন নম্বর চালু করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।dt/ns/-



This post has been seen 357 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১