পর্ন তারকাকে টাকা দেয়ার কথা স্বীকার ট্রাম্পের

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮

পর্ন তারকাকে টাকা দেয়ার কথা স্বীকার ট্রাম্পের

নিউ সিলেট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের গোপন সম্পর্ক আবারও আলোচনায়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে অর্থ দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের অফিস অব গভমেন্ট ইথিকস জানায়, ২০১৭ সালে ট্রাম্পের আর্থিক আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে উঠে এসেছে এ স্বীকারোক্তি।
নথিতে উল্লেখ আছে, ২০১৬ সালে কোহেনের পাওনা এক লাখ থেকে আড়াই লাখ ডলার পরিশোধ করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের দাবি, বাধ্যবাধকতা না থাকলেও শুধু স্বচ্ছতা রক্ষার স্বার্থে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
মাকিৃন গণমাধ্যম বলছে, মুখ বন্ধ রাখতে স্টর্মিকে যে অর্থ দিয়েছিলেন কোহেন, সেটাই তাকে ফেরত দিয়েছেন ট্রাম্প। যদিও এর আগে স্টর্মিকে কোহেনের এক লাখ ৩০ হাজার ডলার দেয়ার ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পর্ন অভিনেত্রী স্টর্মির সাথে মধ্যস্ততার অংশ হিসেবে নির্বাচনের ১১ দিন আগে তাকে এই বিপুল অর্থ দেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজিীবী কোহেন।dt/ns/-



This post has been seen 365 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১