ঢাকামুখী সৌদি এয়ারের জরুরি অবতরণ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৮

ঢাকামুখী সৌদি এয়ারের জরুরি অবতরণ

নিউ সিলেট ডেস্ক : ঢাকামুখী সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জেদ্দায় জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় উড়োজাহাজটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়, এরই মধ্যে চিকিৎসক দল ৭০ জন যাত্রীকে পরীক্ষা করে দেখেছে। এঁদের মধ্যে চারজনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এয়ার বাস ৩৩০ মডেলের এই উড়োজাহাজে ১৪১ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।
সৌদি গেজেটের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১০টায় অবতরণের আগে জেদ্দার আকাশে উড়োজাহাজটি কয়েক ঘণ্টা চক্কর দেয়।
সৌদি এয়ারলাইনসের মুখপাত্র আবদুর রহমান আল-তায়েবের বরাত দিয়ে আল-মদিনার খবরে বলা হয়, এসভি৩৮১৮ নামের এই ফ্লাইট মদিনা থেকে ঢাকায় ফিরছিল। রাত আটটার দিকে উড়োজাহাজের হাইড্রোলিক সিস্টেমে কিছু গোলযোগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পাইলট গতিপথ বদলে জেদ্দায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মুখপাত্র বলেন, পাইলট অনেক চেষ্টা করেও সামনের দিকের ল্যান্ডিং গিয়ারের ত্রুটি ঠিক করতে ব্যর্থ হন। পরে সামনের লান্ডিং গিয়ার ভেতরে রেখেই উড়োজাহাজটি বিমানবন্দরের ইমার্জেন্সি রানওয়েতে অবতরণ করে। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।pa/ns/-



This post has been seen 593 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১