তুরস্কে অভ্যত্থানের চেষ্টা মামলায় ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ২২, ২০১৮

তুরস্কে অভ্যত্থানের চেষ্টা মামলায় ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন

নিউ সিলেট ডেস্ক : তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেয়া হয়। ওই অভ্যুত্থানের পর এই প্রথম সবচেয়ে বেশি ব্যক্তিকে কারাদণ্ড দিল দেশটির আদালত। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সামরিক অভ্যত্থানের চেষ্টা করা হয়। তবে সরকারের কঠোর হস্তক্ষেপে তা ব্যর্থ হয়ে যায়। ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কমপক্ষে ২৬০ জন নিহত হয়। আহত হয় ২ হাজার ২শ মানুষ।
ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তুর্কি সরকার। অভ্যুত্থানের পরপরই দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরো প্রায় ৫০ হাজার মানুষকে আটক করা হয়।
ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত অভিযোগে ২৮০ সাবেক সেনা সদস্য ইজমিরের একটি আদালতে বিচারের মুখোমুখি হন। এর মধ্যে ১০৪ সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।dt/ns/-



This post has been seen 452 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১