ট্রাম্পের সঙ্গে কাজ করা কঠিন : মাহাথির

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

ট্রাম্পের সঙ্গে কাজ করা কঠিন : মাহাথির

নিউ সিলেট ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইরান ও বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ায় একঘরে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়াকিনির সঙ্গে এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার মাহাথির এমন দাবি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাতিল করে ভুল করেছে, আর ইউরোপিয়ান ইউনিয়ন এখনও চুক্তিটি বহাল রাখতে কাজ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ মে জয়েন্ট কোওপারেটিভ প্ল্যান অব অ্যাকশন নামের চুক্তিটি থেকে বেরিয়ে গিয়ে ইরান সংশ্লিষ্ট সব অবরোধ পুনরায় আরোপ করার সিদ্ধান্ত নেন। এসব অবরোধের আওতায় দেশটি থেকে তেল আমদানি এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্পের মত ব্যক্তির সঙ্গে কাজ করা কঠিন হবে বলে আগে যে মন্তব্য মাহাথির করেছিলেন সেটির পুনরাবৃত্তি করেন তিনি।
মালয়েশিয়ার এই আইকনিক নেতা বলেন, ট্রাম্প সম্পর্কে জিজ্ঞেস করায় আমি সাংবাদিকদের বলেছিলাম- যে মানুষ ২৪ ঘণ্টায় তিনবার মন বদলায় তার কাজ কঠিন।
ট্রাম্পের আবারো নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন ৯২ বছর বয়সী মাহাথির। আমার মনে হয় দ্বিতীয়বার নির্বাচন করলে তিনি হারবেন। এর ফলে তার নেয়া বেশিরভাগ পদক্ষেপ বর্জন করা হবে, ঠিক যেমন তিনি এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তগুলো বর্জন করেছিলেন’ যোগ করেন তিনি।pb/ns/-



This post has been seen 366 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১