চীনে কয়লা খনি ধসে নিহত ২১

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

নিউ সিলেট ডেস্ক : চীনে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনার সময় খনির ভেতর ৮৭ জন শ্রমিক কাজ করছিল। তবে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন তারা।
খবরে বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানশি প্রদেশের সেনমুতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, ১৯ জন খনি শ্রমিক নিহত হয়েছে এবং দুজন আটকা পড়েছে। পরে কর্তৃপক্ষ ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে। বেইজি মাইনিং কোম্পানি লিমিটেডের মালিকাধীন লিজিয়াগোও খনিতে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ঘটনার পর পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেক গাড়ি সেখানে জড়ো হয়েছে। চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে। অবৈধ খনির বিরুদ্ধে অভিযান ও কয়লা উৎপাদনের অবস্থা উন্নয়নের চেষ্টার পরও সেখানে নিরাপত্তা রেকর্ড খুব একটা ভালো নয়। গত বছরের ডিসেম্বরে চীনের দক্ষিণ পশ্চিমের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও তিনজন আহত হয়। এর আগে ওই বছরেরই অক্টোবরে আরেকটি খনিতে দুর্ঘটনা ঘটলে ২১ জন শ্রমিক নিহত হয়।



This post has been seen 500 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১