ইসরাইলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হবে না: মাহাথির

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ইসরাইলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হবে না: মাহাথির

নিউ সিলেট ডেস্ক : আগামী গ্রীষ্মে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরাইলি ক্রীড়াবিদদের দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত শুক্রবার কুয়ালালামপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাদের অনুমতি দেবো না। যদি তারা আসে, তাহলে তা হবে একটি অপরাধ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের দমনপীড়নের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এ নীতির আলোকে এ বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরাইলি সাঁতারুদের ভিসা দেয়া হবে না।
ইসরাইলের সাথে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইলি পাসপোর্টধারী কাউকে মালয়েশিয়ার ভিসা দেয়া হয় না। গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরাইলি ক্রীড়াবিদেরা অংশ নিতে পারে সেজন্য তাদের ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেলআবিব। এ খবর প্রচারিত হওয়ার পর মাহাথির মোহাম্মাদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন। মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।



This post has been seen 503 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১