খালেদার মুক্তির দাবিতে লন্ডনে বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

খালেদার মুক্তির দাবিতে লন্ডনে বিএনপির মানববন্ধন

নিউ সিলেট রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠ, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচনের দাবিতে লন্ডন বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃটিশ পার্লামেন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান, খসরুজজামান খছরু, সেলিম আহমেদ, আব্দুস সামাদ রাজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্চ্ছোসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, মো. সাদেক মিয়া, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, শাহনাওয়াজ, তুহিন মোল্লা, দেলোয়ার হোসেন, ফজলে রহমান পিনাক, ময়নুল ইসলাম, সৈয়দ জামিল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন ময়না, মো. আব্দুল আলীম, মো. মাহমুদুল হাসান, আবু সাদেক অপু, তারেক আলিম, মনসুর হোসেন, ছাজওয়ার হোসেন রাজেদ, ফরহাদ আহমেদ, এম এ আজিম, মারুফ আহমেদ, মো. আলিনুর আহমেদ, মো. তোফাজ্জল হোসাইন, আরিফুর রহমান খান, জাকারিয়া খান, জাহাঙ্গীর হোসেন, মো. মনোয়ার হোসেন, লিওন খান, আব্দুল ওয়ালি শামিম, মো. আজিজুল হক, সহ আর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী কারান্তীরণ গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে হবে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন দিতে হবে। তা না হলে দেশে ও বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।



This post has been seen 541 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১