যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

নিউ সিলেট ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে “বিদেশী প্রতিপক্ষ” থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা জারি করেছেন। প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যেটি মার্কিন কোম্পানি যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে। ধারণা করা হচ্ছে এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে আছে। ট্রাম্প নিদৃষ্টভাবে কোন কোম্পানির নাম উল্লেখ করেন নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের তৈরি কোম্পানি পণ্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে। চীনের এই কোম্পানি যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি তারা অস্বীকার করে বলেছে তাদের কাজ কোনো ঝুঁকি তৈরি করছে না।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশর লক্ষ্য হল “বিদেশী প্রতিপক্ষ” থেকে আমেরিকাকে রক্ষা করা।
সূত্র : বিবিসি



This post has been seen 955 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১