দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিসংশনে’ রায় পার্লামেন্টের

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিসংশনে’ রায় পার্লামেন্টের

নিউ সিলেট ডেস্ক ::::  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিয়ন হাইকে অভিসংশনের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। পাল্টামেন্টে ২৩৪ বনাম ৫৬ ভোটের ব্যবধানে এই প্রস্তাব পাস হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। দুর্নীতির অভিযোগে ছয় সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষিতে এই ভোটাভুটি হয় পাল্টামেন্টে।
বিবিসির খবর অনুযায়ী পার্কের কর্তৃত্ব এখন প্রধানমন্ত্রী হুয়ান কো আহনের ওপর বর্তাবে।
এই ভোটাভুটি চলার সময় পার্কের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বিকাল তিনটায় পার্লামেন্ট সদস্যরা ভোট প্রদান শুরু করেন।
সম্প্রতি পার্কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পরে তার পদত্যাগের দাবিতে সারাদেশে বিক্ষোভ শরু হয়।
প্রেসিডেন্ট পার্ক জিয়ন হাইয়ের সাথে ঘনিষ্ঠ সর্ম্পকের সুবাদে প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিয়োগ আনা হয়েছে তার বিশ্বস্ত বন্ধু চই সুন সিলের বিরুদ্ধে। অস্বীকার করলেও এই বিষয়ে পার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন পার্ক। পরে অবশ্য জানান, পার্লামেন্টের সিদ্ধান্তে তিনি পদত্যাগ করতে রাজি।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট গত মঙ্গলবার অভিসংশন করার সিদ্ধান্ত নেয়। দেশটির আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে অভিসংশন করতে হলে জাতীয় পরিষদের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন।
পার্লামেন্টের বিরোধী দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পার্কের পদত্যাগ চাইলেও অভিসংশনের জন্য পার্কের দল থেকেও আরো ২৮ টি ভোট দরকার ছিল। বিবিসির প্রতিবেদক জানান, পার্কের দলের অনেকেই তার পদত্যাগকেই সমর্থন করেন।
পার্লামেন্ট অভিসংশনের পক্ষে ভোট দিলেও তিনি এখনই পদত্যাগ করবেন না, সাময়িক বরখাস্ত হবেন মাত্র। কোরিয়ার প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
তার পূর্ণাঙ্গ পদত্যাগের জন্য সাংবিধানিক আদালতের নয়জন বিচারকের অনুমোদন লাগবে আর এ জন্য অপেক্ষা করতে হবে আরও ছয় মাস।
তবে ফলাফল যাই হোক না কেন তা মেনে নিতে প্রস্তুত আছেন পার্ক।
দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী পার্ক ছিলেন দেশটির সাবেক সামরিক শাসকের মেয়ে। পরে তাকে হত্যা করা হয়। তখন পার্ক ও তার মা ছুরিকাঘাতের পরও বেঁচে যান।09/12/2016-dt/ns/-



This post has been seen 367 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১