সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী করার জন্য রাশিয়া প্রচ্ছন্নভাবে কাজ করছে বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। গণমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। খবর বিবিসির।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট দল এবং হিলারি ক্লিনটনের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়া যুক্ত ছিল এ বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা খুবই আত্মবিশ্বাসী।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনেও একই রকম তথ্য উঠে এসেছে। তবে ট্রাম্পের সহযোগীরা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দাবী নাকচ করে দিয়ে বলছেন, এই লোকগুলোই বলেছিল যে সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে।
রুশ কর্মকর্তারাও বারবার হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় একাধিক সাইবার অ্যাটাকের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত অক্টোবরে এসব হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করে বক্তব্য দেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেন, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে।
উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তারা আত্মবিশ্বাসী যে রাশিয়ান হ্যাকাররা ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকানদের কম্পিউটার সিস্টেমও হ্যাক করেছে। কিন্ত তারা রিপাবলিকান নেটওয়ার্কের তথ্য ফাঁস করেনি।
গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রুশরা ডেমোক্রেটদের তথ্য উইকিলিকসের কাছে পাচার করেছে। দলটির জাতীয় কমিটি এবং হিলারির প্রচারণা কমিটির প্রধান জন পোডেস্টারের ইমেইল হ্যাকিং নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ডেমোক্রেটরা।
নির্বাচনী প্রচারণায় হিলারির ইমেইল খুঁজে বের করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সেকারণেই এ নিয়ে সন্দেহ দেখা দেয়। অথচ পরবর্তীতে তিনি দাবী করেন যে তার সেই বক্তব্য ছিল বিদ্রুপাত্মক।10/12/2016-n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি