ঘানার নতুন প্রেসিডেন্ট আকুফো আদ্দো

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

ঘানার নতুন প্রেসিডেন্ট আকুফো আদ্দো

নিউ সিলেট ডেস্ক :::::  ঘানার জাতীয় নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রধান বিরোধী দলীয় নেতা নানা আকুফো আদ্দো। ইলেক্টোরাল কমিশনার শার্লোট ওসেই জানিয়েছেন, নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জন মাহামাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আকুফো। খবর আল জাজিরার।
নিউ প্যাট্রিওটিক পার্টির (এনপিপি) নেতা আকুফোর বিজয়ের খবরে সমর্থকরা তার বাসভবনের বাইরে উল্লাস করেন।
ওসেই জানিয়েছেন, নির্বাচনে আকুফো পেয়েছেন ৫৩ দশমিক ৮ ভাগ ভোট এবং প্রেসিডেন্ট মাহামা পেয়েছেন ৪৪ দশমিক ৪ ভাগ ভোট।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঘানার প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী নানা আকুফো আদ্দোর নাম ঘোষণা করাটা আমার দায়িত্ব এবং এটা আমার নাগরিক অধিকার।
এদিকে, নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় এক টুইট বার্তায় আকুফোকে অভিবাদন জানিয়েছেন প্রেসিডেন্ট মাহামা।10/12/2016-n24/ns/-



This post has been seen 308 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১