যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর চিঠি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর চিঠি

নিউ সিলেট ডেস্ক :::: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। গত ৮ ডিসেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা এক চিঠিতে রুশনারা অালীসহ দেশটির ৭০ এমপি ওই আহ্বান জানিয়েছেন।
চিঠিতে রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি জানান রুশনারা আলী।
চিঠিতে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ৯ অক্টোবর রাখাইনে নিরাপত্তা বাহিনীর তিনটি চেকপোস্টে হামলার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, রাখাইনে চরম মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। সেখানে ধর্ষণ, যৌন-নিপীড়ন, মসজিদ ধ্বংসের মতো ঘটনা ঘটছে।



This post has been seen 443 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১