মিয়ানমারের রাখাইন রাজ্যে কারফিউ আরো দু’মাস বাড়লো

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে কারফিউ আরো দু’মাস বাড়লো

নিউ সিলেট ডেস্ক ::::  মিয়ানমারের রাখাইন রাজ্যে কারফিউ আরো দু’মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ ওই এলাকায় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনার জের ধরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি ছিল। সেটা আরো দু’মাসের জন্য বাড়ানো হয়েছে।
গত অক্টোবরে তিনটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী। দিন দিন সেনাবাহিনীর অত্যাচার বর্বর হতে শুরু করেছে।
সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪শ’ রোহিঙ্গা নিহত নিয়েছে। এদিকে, মিয়ানমার সরকার মাত্র ৭৬ রোহিঙ্গা মুসলিমকে হত্যার কথা স্বীকার করেছে।
ওই এলাকায় কারফিউ চলাকালীন কোনো সমাবেশ বা পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না।
শনিবার রাজ্যের কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি এক ঘোষণায় জানিয়েছে, রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মিন অং আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছে, কারফিউ থাকা স্বত্ত্বেও ওই এলাকার মানুষ শহরের মসজিদ, রেস্তোঁরাসহ বিভিন্ন স্থানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।11/12/2016-n24/ns/-



This post has been seen 471 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১