ট্রাম্পকে হত্যাচেষ্টায় যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

ট্রাম্পকে হত্যাচেষ্টায় যুবকের কারাদণ্ড

নিউ সিলেট ডেস্ক ::::  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্রিটিশ যুবককে ১২ মাস এবং একদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
জুনে লাস ভেগাসে এক র্যালিতে এক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন মাইকেল স্টিভেন স্যান্ডফোর্ড (২০) নামে এই যুবক। সেপ্টেম্বরে তিনি দোষী সাব্যস্ত হন।
মাইকেলের মা বলেছেন, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তার ছেলে।
আসামিপক্ষ দাবি করছে, মাইকেল বুদ্ধিপ্রতিবন্ধী।
জুনে গ্রেফতারের পর মাইকেল স্বীকার করেছিলেন, তিনি ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। আদালতে শুনানিতে যে তথ্য পাওয়া গেছে, তা হলো পুলিশ কর্মকর্তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছেন তিনি।
তার মা জানিয়েছেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।
অতীতে রাজনীতিতে মাইকেলের কোনো আগ্রহ ছিল না বলেও জানিয়েছেন তিনি। ঠিক কী কারণে ট্রাম্পকে মাইকেল গুলি করতে চেয়েছিলেন সে বিষয়েও কিছু বলেতে পারেননি তিনি।14/12/2016-n24/ns/-



This post has been seen 316 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১