সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০ মাইল উত্তরে আরকাহায়ের একটি কারাগার থেকে ১৭০জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।
বিবিসি বলছে, পালিয়ে যাওয়া বন্দিরা পাঁচটি রাইফেল নিয়ে গেছে।
বন্দিদের সঙ্গে কারারক্ষীদের গোলাগুলিতে একজন রক্ষী ও একজন বন্দি নিহত হয়েছেন।
দেশটিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু করেছে।
হাইতির সরকার টুইটারে দেওয়া এক টুইটে একে কারাবিদ্রোহ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।
দেশটির বিচারমন্ত্রী ক্যামিল এদুয়ার্দ জুনিয়র রয়টার্সকে বলেছেন, “একজন কারারক্ষী এই ঘটনার সময় নিহত হন।”
তিনি আরো বলেন, “তিনজন বন্দি আহত হন। তাদের মধ্যে একজন পরবর্তী সময়ে মারা যান।”
পালিয়ে যাওয়াদের মধ্যে ১১ জনকে পুনরায় আটক করা হয়েছে। কারাগারটির কাছে রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।
আরকাহায়ের কারাগারের বন্দিরা কোনো ইউনিফর্ম পরে না। ফলে সাধারণ মানুষের মাঝে তাদের মিশে যাওয়া সহজ।
হাইতির কারাগারগুলোয় ভয়াবহভাবে ধারণক্ষমতার অনেক বেশি বন্দি রয়েছে। বন্দিরা বিচারের আগেই বছরের পর বছর কারাগারে আটক থাকেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি