আলেপ্পো শহরের দীর্ঘ চার বছরের যুদ্ধের অবসান

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

আলেপ্পো শহরের দীর্ঘ চার বছরের যুদ্ধের অবসান

নিউ সিলেট ডেস্ক :::::  অবশেষে অবরুদ্ধ আলেপ্পো শহরের দীর্ঘ চার বছরের যুদ্ধের অবসান হলো। রুশ সমর্থিত সরকার বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। খবর বিবিসির।
তবে বিদ্রোহীরা চাইছে বেসামরিক নাগরিকদেরও যেন তাদের সঙ্গে পালানোর সুযোগ দেয়া হয়। আলেপ্পোতে যুদ্ধের অবসান হওয়ার বার্তা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। বিদ্রোহীদের তরফ থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে।
আলেপ্পোর স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান কোনো প্রতিশ্রুতি নয়।
এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে। এর বাইরেও সরকারি বাহিনীর বিরুদ্ধে আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে। তবে সব ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।



This post has been seen 402 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১