মিথ্যা তথ্যের দায়ে রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলীকে ১১ লাখ জরিমানা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

মিথ্যা তথ্যের দায়ে রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলীকে ১১ লাখ জরিমানা

নিউ সিলেট ডেস্ক :::::  বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দেয়ায় বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলীকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উত্তরখণ্ডের হরিদ্বার জেলার খাদ্য নিরাপত্তা সংস্থা ২০১২ সালে পতঞ্জলির তেল, মধুসহ বেশ কয়েকটি দ্রব্যর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল।
সেসময় অভিযোগ করা হয়েছিল, রামদেবের সংস্থা এই দ্রব্যের বিজ্ঞাপনে যে তথ্য দিয়েছে তা মিথ্যা এবং ক্রেতাদের এই তথ্য বিভ্রান্ত করছে। সেই মামলারই রায় দিয়েছে উত্তরখণ্ডের একটি আদালত।
আদালত জানিয়েছে, এই দ্রব্য খাদ্য নিরাপত্তা বিষয়ক আইনের ধারা ৫২-৫৩ ভঙ্গ করেছে। পাশা-পাশি ২৩.১(৫) ধারায় খাদ্য প্যাকেজিং ও লেবেলিংয়ের নিয়মও মানা হয়নি।
এ বছরের শুরুতেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য পতঞ্জলিকে সতর্ক করেছিল জাতীয় বিজ্ঞাপন মান নির্ধারণ সংস্থা এএসসিআই। এক্ষেত্রে, পতঞ্জলি কাচ্চিঘানি তেলের উদারণ দিয়ে খাদ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যে ধরণের প্রাকৃতিক উপাদান তেলে থাকার কথা বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে সে সবের কোনো কিছুই সেখানে নেই। তাই বিজ্ঞাপনটিকে বিভ্রান্তিকর বলা যায়।15/12/2016-n24/ns/-



This post has been seen 367 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১