ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত নিহত ১৩

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত নিহত ১৩

নিউ সিলেট ডেস্ক ::::: ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি হারকিউলিকস সি-১৩০ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৩ নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দূরবর্তী পাপুয়া প্রদেশে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ সেটি।
বিমান বাহিনীর চিফ অফ স্টাফ আগুস সুপ্রিয়ান্টা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিবিসির খবরে বলা হয়, তিমিকা অঞ্চল থেকে ওয়েমেনা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির।
ইন্দোনেশিয়ার উদ্ধার দলের প্রধান ইভান আহমেদ রিসকি তিতুস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ ওয়েমেনাতে পাওয়া গেছে এবং মরদেহ উদ্ধার করা হচ্ছে।
এর আগে ২০১৫ সালের জুন মাসে একই ধরনের আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল দেশটিতে। ১২ জন ক্রু সদস্যসহ ১০৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছিল। এছাড়া লোকালয়ে বিধ্বস্তের ঘটনাটি ঘটায় সেখানে আরও ২২ জন প্রাণ হারায়।18/12/2016-tr24/ns/-



This post has been seen 412 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১